চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১১২১ 

চট্টগ্রামে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ২৪ ঘণ্টায় এক হাজার ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ৬৭ শতাংশ। এ সময় দু'জনের মৃত্যু হয়েছে। 

২৪ ঘণ্টায় মহানগরে করোনা শনাক্ত ৭৯৭ জন। উপজেলায় ৩২৪ জন। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ১৬ হাজার ৩৬ জন। আর মারা গেছেন মোট এক হাজার ৩৫০ জন। 

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, ২৪ ঘণ্টায় চবি ল্যাবে ৪৬ জন, বিআইটিআইডি ল্যাবে ২৭৮ জন, চমেকে ১১ জন, সিভাসু ল্যাবে ৮৯ জন, ইমপেরিয়াল হাসপাতালে ১১৭, মা শিশু হাসপাতালে ৭৫, ইপিক হেলথ কেয়ারে ১৪০, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৭৯, এশিয়ান হাসপাতালে ২১ জনের করোনা শনাক্ত হয়।
 
উপজেলা ভিত্তিক ২৪ ঘণ্টার তথ্যে দেখা যায়, হাটহাজারিতে ৪৭ জন, ফটিকছড়িতে ৪৬ জন, পটিয়ায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।