প্রতিদ্বন্দ্বীর নির্বাচনি অফিস ভাঙচুর করায় প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লার দেবিদ্বার উপজেলার শিবপুর ইউনিয়নের সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকালে ঘটনাটি ঘটে।

এদিকে, ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত সদস্য প্রার্থী আবুল কালাম আজাদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনি অফিস ভাঙচুরের ঘটনায় স্থানীয় বাসিন্দা ব্যাংক কর্মকর্তা নুরুল ইসলামের বাড়িতে হামলা ও নারীদের লাঞ্ছিত করার অভিযোগও উঠেছে মোরগ প্রতীকের মেম্বার প্রার্থী আবুল কালাম আজাদ ও তার সমর্থকদের বিরুদ্ধে।

ভুক্তভোগী ফুটবল প্রতীকের প্রার্থী মো. আনোয়ার হোসেন বলেন, ‘মোরগ প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের একটি মিছিল বিকালে মুগসাইর থেকে শিবপুরে যাচ্ছিল। আমাদের শিবপুর পূর্বপাড়া নির্বাচনি অফিসটি ভাঙচুর করে এবং আমার সমর্থকদের ওপর হামলা চালায়। আমরা আতঙ্কে আছি।’

এ বিষয়ে অভিযুক্ত প্রার্থী আবুল কালাম আজাদ দাবি করেন, ‘এটা তেমন কোনও নির্বাচনি অফিস না। তাদের (ফুটবল) জনপ্রিয়তা নেই। তাই তারা আমার বিরুদ্ধে অভিযোগ তুলছে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা বলেন, ‘আবুল কালাম আজাদ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে মিটিং, মিছিল ও শোডাউন করেছেন। আর তিনি স্বীকার করেছেন শিবপুরে আরেক প্রার্থীর সঙ্গে তার সমর্থকদের ঝামেলা হয়েছে। এসব ঘটনায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘ঘটনায় অভিযুক্ত সদস্য প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের ঘটনা দ্বিতীয়বার যেন না ঘটে সেই প্রতিশ্রুতি নেওয়া হয়েছে। পরে এমন ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’