শিক্ষকের জন্য ভোট চাইতে গিয়ে টাকাসহ ২ শিক্ষার্থী আটক

টাকার বিনিময়ে চেয়ারম্যান প্রার্থী শিক্ষকের জন্য ভোট কিনতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক হয়েছেন দুই শিক্ষার্থী। পরে গ্রাম্য সালিশের মাধ্যমে এমন অপরাধমূলক কাজ ‘না করার শর্তে’ তাদের ছেড়ে দেওয়া হয়। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে অভিযোগ পাওয়া গেছে, উপজেলার ইউসুফপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের দুই কলেজ শিক্ষার্থীকে লক্ষাধিক টাকা দিয়ে ভোট কিনতে পাঠান ঘোড়া প্রতীকের প্রার্থী উপাধ্যক্ষ মাজহারুল হক মামুন। এ সময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে ওই দুই ছাত্রীকে আটক করে। তারা দুজনই এবিএম গোলাম মোস্তফা কলেজের শিক্ষার্থী।

মহেশপুর গ্রামের শাহ সফিউল্লাহ দাবি করেন, ‘ভোট কেনার সময় গ্রামবাসী মিলে তাদের টাকাসহ আটক করে। আটকের পর তারা আমাদের জানিয়েছে, তাদের জোর করে টাকা দিয়ে পাঠিয়েছে ঘোড়া প্রতীকের প্রার্থী। ভোট না কিনলে তাকে কলেজ থেকে বের করে দেবে এমন হুমকিও দেওয়া হয়েছিল নাকি।’

বড় শালঘর এ বি এম গোলাম মোস্তফা কলেজের অধ্যক্ষ আবদুল খালেক বলেন, ‘এই কাজটি অনৈতিক। কেউ লিখিত অভিযোগ করলে আমি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

এই বিষয়ে অভিযুক্ত দুই শিক্ষার্থী বলেন, ‘আমরা এখন কিছু বলতে পারবো না। আমরা সব টাকা স্যারকে ফেরত দেবো।’ 

এই বিষয়ে অভিযুক্ত প্রার্থী মাজহারুল হক মামুন বলেন, ‘আমার কিছু শিক্ষার্থী ভোট চেয়েছে। ভোট টাকা দিয়ে কেনার কোনও বিষয় নয়।’

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উন-নবী তালুকদার বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। আমাদের ম্যাজিস্ট্রেট পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’