কাদের মির্জার ভাগনে মঞ্জুর পরাজয়

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২নং চরপার্বতী ইউনিয়নে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ভাগনে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রশীদ মঞ্জু পরাজিত হয়েছেন। তিনি আনারস প্রতীক নিয়ে ৩ হাজার ৮৪৯ ভোট পেয়েছেন।

ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হানিফ। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫ হাজার ৪২০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোজাম্মেল হোসেন টেলিফোন প্রতীক নিয়ে ৪ হাজার ২১৬ ভোট পেয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা এবং চর পার্বতী ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চরপার্বতী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নয়টি কেন্দ্রে ২৬ হাজার ২৮ জন ভোটারের মধ্যে ১৩ হাজার ৫৭৯টি বৈধ ভোট গণনা করে এ ফল ঘোষণা করা হয়।

এদিকে, মঞ্জুর পরাজয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে এলাকায়। মামা-ভাগ্নের (আবদুল কাদের মির্জা ও মাহবুবুর রশীদ মঞ্জু) দ্বন্দ্বের কারণে জামায়াত এখানে সুবিধা আদায় করেছে বলে মনে করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

উল্লেখ্য, এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে কাউকে দলীয় প্রতীক নৌকা দেওয়া হয়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ৮টি ইউনিয়নে আলাদা প্রার্থী দিয়েছে।

সপ্তম ধাপে অনুষ্ঠিত আট ইউনিয়নে ৩৯ জন চেয়ারম্যান, ৩০৫ জন সাধারণ সদস্য এবং ৭৯ জন নারী সদস্য সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে তিনটিতে আবদুল কাদের মির্জা সমর্থিত এবং চারটিতে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সমর্থিত প্রার্থী চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন।