সুতার কথা বলে চীন থেকে আনলো এক কোটি ৬৮ লাখ সিগারেট

সুতার ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে ৮৭৭ কার্টন বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট আনা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) এসব সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। মিথ্যা ঘোষণায় এসব সিগারেটের চালান এনেছে ঈশ্বরদীর আমদানিকারক প্রতিষ্ঠান তিয়ানে আউটডোর (বিডি) কো. লিমিটেড।

চীন থেকে আসা চালানে বিভিন্ন ব্র্যান্ডের এক কোটি ৬৮ লাখ ৩০ হাজার শলাকা সিগারেট পাওয়া গেছে। সোমবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর, সরকারের অন্যান্য গোয়েন্দা সংস্থা ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের উপস্থিতিতে চালানের কার্টন খোলা হয়।

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. সালাউদ্দিন রিজভী বলেন, ‘চালানটি শুল্কায়নের জন্য গত ২৩ ফেব্রুয়ারি ইপিজেড কর্তৃপক্ষের কাছে কাগজপত্র দাখিল করলে সন্দেহজনক মনে হয়। পরে বিষয়টি এআইআর টিমকে জানানো হলে গত ২৬ ফেব্রুয়ারি পণ্য চালানটির খালাস কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়। সোমবার চালানটি খুলে শতভাগ কায়িক পরীক্ষা করলে ৮৭৭ কার্টন বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট পাওয়া যায়। এতে মিথ্যা ঘোষণায় সুতার চালানে সিগারেট আনার বিষয়টি ধরা পড়েছে।’

তিনি আরও বলেন, ‘চালানে পাওয়া সিগারেটের আনুমানিক মূল্য প্রায় তিন কোটি ৬২ লাখ টাকা। যার মাধ্যমে প্রায় ২১ কোটি ৫৭ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা চালানো হয়েছিল। এ ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’