বগুড়া থেকে অপহৃত কিশোরী চট্টগ্রামে উদ্ধার, গ্রেফতার ১

বগুড়া থেকে অপহরণের শিকার কিশোরীকে (১৪) এক সপ্তাহ পর চট্টগ্রামে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে র‍্যাব। এ ঘটনায় নুরনবী কাজী (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার এ তথ্য জানান। নুরনবী কাজীর বাড়ি বগুড়ার মেঘাগাছা এলাকায়।

নুরুল আবছার জানান, গত ২২ ফেব্রুয়ারি বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে ওই কিশোরী অপহরণের শিকার হয়। তাকে জোরপূর্বক চট্টগ্রামে নিয়ে আসে নুরনবী। এ ঘটনায় ২৩ ফেব্রুয়ারি ভুক্তেভোগীর বাবা বগুড়ার সারিয়াকান্দি থানায় অভিযোগ করেন। রাতে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, নুরনবী নির্বাচিত কমিশনারের ছেলে পরিচয় দিয়ে বেড়াতো। এর আগে দুইবার বিয়ে করেছে সে। বর্তমানে তার এক স্ত্রী ও এক ছেলে রয়েছে। ছয়টি গাড়ি আছে বলেও দাবি করে ‍নুরনবী।