মিয়ানমার থেকে কাঠ নিয়ে আসা ট্রলার ডুবলো বঙ্গোপসাগরে

মিয়ানমার থেকে টেকনাফ আসার পথে কাঠবাহী একটি ট্রলার বঙ্গোপসাগরে ডুবে গেছে। বুধবার (২ মার্চ) সকালে সেন্টমার্টিনের গলাচিপা এলাকায় কাঠবাহী ট্রলারটি সাগরে ডুবে যায়। এ ঘটনায় ট্রলার থাকা পাঁচ মাঝিমাল্লাদের উদ্ধার করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

উদ্ধার হওয়া মাঝিমাল্লারা হলেন- আয়ুব খান (৪৫), আবদুল গফুর (৩১), মো. আলম (৩৫), বদিয়া (২৯), মো. করিম (২৫)। তারা সবাই মিয়ানমারের আকিয়াবের বাসিন্দা।

স্থানীয় ও বন্দর ব্যবসায়ীরা জানান, মিয়ানমার থেকে আসার পথে সেন্টমার্টিনের কাছাকাছি পৌঁছালে দক্ষিণ-পূর্বদিকে সাগরের উত্তাল ঢেউয়ের কবলে কাঠের ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারে কয়েকশ কাঠের পিস ছিল। কাঠগুলো স্থলবন্দর ব্যবসায়ী শাহপরীর দ্বীপের ফরিদ আহমদের কাছে আসছিল। ট্রলারে থাকা বেশ কিছু কাঠ সেন্টমার্টিন এলাকায় সাগরে ভাসছে।

এ বিষয়ে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, ‘টেকনাফ স্থলবন্দরে আসার পথে একটি কাঠের ট্রলারডুবির ঘটনায় উদ্ধার পাঁচ মাঝিমাল্লাকে থানায় সোপর্দ করা হয়েছে। মিয়ানমার সঙ্গে যোগাযোগ করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া সাগরে ডুবন্ত অবস্থায় ট্রলারটি উদ্ধার করে সেন্টমার্টিন ঘাটে নিয়ে এসেছে কোস্ট গার্ড।’

সেন্টমার্টিনের বাসিন্দা মো. জয়নাল আবেদিন বলেন, ‘টেকনাফ স্থলবন্দরে আসার পথে সাগরে ঢেউয়ের আঘাতে মিয়ানমারের একটি কাঠের ট্রলার ডুবে গেছে। এ সময় বেশ কিছু কাঠ দ্বীপে তীরে ভেসে আসে।’

টেকনাফ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল আমিন জানান, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।