তেল নিয়ে কারসাজি, চার প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা

খাগড়াছড়িতে সয়াবিন তেল নিয়ে কারসাজির অপরাধে চার প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (৮ মার্চ) সকালে অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পাপীয়া সুলতানা লীজা।

তিনি জানান, সয়াবিন তেল গুদামজাত করে বাজারে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা ও মূল্য তালিকা না রাখায় ফ্রেশ কোম্পানির জেলা ডিলার মেসার্স জাফর স্টোরকে ৩০ হাজার, পলাশ স্টোরকে ১০ হাজার, নিজাম স্টোরকে আট হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মামুন স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সয়াবিন তেল বিক্রিতে সরকার নির্ধারিত অতিরিক্ত মূল্য রাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পুলিশ সদস্যদের উপস্থিতিতে কাউন্সিল অব কনজিউমার রাইটসের (সিআরবি) খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবদুর রউফ, যুগ্ম সাদালন সম্পাদক মো. মাইন উদ্দিন ছিলেন