এবার বাড়লো চা-পরোটা-শিঙাড়ার দাম

সারা দেশে বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। এর পরিপ্রেক্ষিতে এবার ফেনীতে চা-রুটি-পরোটাসহ নাস্তা আইটেমের দাম বাড়িয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি।

বুধবার (৯ মার্চ) জেলা শহরের প্রতিটি হোটেল-রেস্টুরেন্টে দাম বাড়ানোর একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওই নোটিশে ১০ প্রকারের নাস্তার দাম বাড়ানো হয়। এর মধ্যে চা, রুটি ও পরোটার দাম বাড়িয়ে ১৫ টাকা করা হয়েছে। শিঙাড়া ও সমুচার দাম নির্ধারণ করা হয় ১০ টাকা।

রেস্তোরাঁ মালিক সমিতির নির্ধারিত নতুন মূল্য

ফেনী জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আবছার কবির শাহজাদা জানান, তেল, আটা, চিনি, ডিমসহ নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় রেস্তোরাঁ ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। এ কারণে বৈঠকে খাবারের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়।

সরেজমিনে বুধবার শহরের নবী হোটেলসহ বেশ কয়েকটি হোটেলে গেলে ভোক্তা ছলিম ও দেলু মিঞা জানান,  হঠাৎ বেড়ে গেছে চা, রুটি আর পরোটার দাম। এতে বেকায়দায় পড়েছেন ক্রেতারা।