৩৭ দিন পর ছয় জেলেকে ফেরত দিলো মিয়ানমার

সাগরে মাছ শিকারে গিয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) হাতে আটক বাংলাদেশি ছয় জেলে দেশে ফিরেছেন। বুধবার (৯ মার্চ) বিকালে যোগাযোগের মাধ্যমে মিয়ানমার থেকে টেকনাফের স্থলবন্দরে আসা বাণিজ্য ট্রলারে করে ছয় জেলেকে ফেরত আনেন বিজিবি।

গত ১ ফেব্রুয়ারি সাগরে মাছ শিকারে গেলে ইঞ্জিন বিকল হলে মিয়ানমার জলসীমানা থেকে সে দেশের বিজিপির হাতে আটক হন তারা। ৩৭ দিন পর তাদেরকে ফেরত দেয়া হয়েছে।  

তারা হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকার আবদুস ছোবাহানের ছেলে আব্দুর রহমান, জাফর আহমদের ছেলে কেফায়েত উল্লাহ, নুর আহমদের ছেলে হামিদ উল্লাহ, টেকনাফ সদর ইউনিয়নের মিঠা পানির ছড়া এলাকার হোসেন আলীর ছেলে মুহাম্মদ তৈয়ুব, মোহাম্মদ ছফরের ছেলে আব্দুর রশিদ ও আবু তাহেরের ছেলে মোহাম্মদ মামুন।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এক সংবাদ সম্মেলনে জানান, ১ ফেব্রুয়ারিতে টেকনাফের বাহারছড়া এলাকা দিয়ে ছয় জেলে সাগরে মাছ শিকারে যান। এ সময় ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমার জলসীমানায় ঢুকে পড়েন। এরপর সেদেশের বিজিবির হাতে আটক হয়ে কারাগারে মানবেতর জীবন পার করছিলেন। বিষয়টি বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে খবর পেয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরত আনা হয়েছে।  

তিনি আরও জানান, মিয়ানমার থেকে ফেরত আনা ছয় জেলের স্বাস্থ্য পরীক্ষাসহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হবে।