ট্রেনে কাটা পড়ে ৩ ছাত্রী নিহতের ঘটনায় বিদ্যালয় বন্ধ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় বাড়ি মিম, তাসপিয়া ও রিমার। তারা বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। প্রতিদিন একসঙ্গে বিদ্যালয়ে আসা-যাওয়া করতো। বুধবার (৯ মার্চ) দুপুরে বাড়ি ফেরার পথে বিজয়পুর রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে তিন জনই মারা যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকাহত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের স্মরণে আজ (বৃহস্পতিবার) বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান বলেন, ‘বলা যায়, চোখের সামনেই আমার তিন শিক্ষার্থী মারা গেলো। সন্তানতুল্য শিক্ষার্থীদের এমন নির্মম মৃত্যু মেনে নিতে পারছি না। আজ বৃহস্পতিবার স্কুল বন্ধ রাখা হয়েছে। তাদের জন্য দোয়া-মিলাদের আয়োজন করেছি।’

আরও পড়ুন: প্রপ্রত্যক্ষদর্শীর চোখে কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ স্কুলছাত্রীর মৃত্যু

নিহতরা হলো-সদর দক্ষিণের বারপাড়া ইউনিয়নের দুর্গাপুর এলাকার ওমান প্রবাসী দুলু মিয়ার মেয়ে তাসপিয়া (১২), মাসুম মিয়ার মেয়ে মিম (১২) ও রিপন হোসেন ভুট্টুর মেয়ে রিমা (১১)।

ট্রেনে কাটা পড়ে নিহত ছাত্রীদের স্যান্ডেল

ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রীর প্রাণহানির ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দাফন সম্পন্ন করতে তিন পরিবারকে ২৫ হাজার টাকা করে দিয়েছে জেলা প্রশাসন। 

বুধবার বিকালে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে এসে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।