কোলের সন্তানসহ সড়কে প্রাণ গেলো মায়ের

খাগড়াছড়ির রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকায় ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত ও চার জন আহত হয়েছেন। রবিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে রামগড়-খাগড়াছড়ি সড়কে জালিয়াপাড়াগামী একটি ট্রাকের সঙ্গে রামগড়গামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে রামগড় পাতা ছড়া এলাকার সালেহ আহমেদের স্ত্রী তাছলিমা আক্তার (২৭) ও তার কোলে থাকা কন্যা শিশু তানহা (১) ঘটনাস্থলে নিহত হন। আহতরা হলেন- নিহত তাসছলিমার ছেলে তানভির (৭), নাকাপা এলাকার নুর নবীর ছেলে আজিজ (১৭), চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আঁধারমানিক এলাকার তৈয়ব আলীর স্ত্রী রোশনা বেগম (৬০) ও কুমিল্লার হোসেনপুর এলাকার মমতাজ বেগম (৬০)।

পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে নিহত ও আহতদের উদ্ধার করে রামগড় হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পরপর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ট্রাকচালকের নাম রাহুল বলে জানা গেছে।

রামগড় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাকিব জানান, গুরুতর আহত চার জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

রামগড় থানা ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।