ব্রাহ্মণবাড়িয়ায় ‘বখাটের’ ছুরিকাঘাতে তরুণ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক তরুণীকে ‘উত্ত্যক্ত করার প্রতিবাদ করায়’ কথিত বখাটের ছুরিকাঘাতে রাফি ভূঁইয়া (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার লাউফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুরে এ ঘটনা ঘটে। নিহত রাফি ওই এলাকার নিয়ামুল ভূঁইয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রশিদ জানান, নবীনগর উপজেলার লাউফতেহপুর ইউনিয়নের স্বপন মিয়ার ছেলে প্রদীপ একটি মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করতো। এ ঘটনার প্রতিবাদ করে একই এলাকার নিয়ামুল ভূঁইয়ার ছেলে রাফি। এ ঘটনার জের ধরে সোমবার সন্ধ্যায় রাফি প্রদীপকে নবীনগর থানাধীন আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডেকে নিয়ে আসে। কথাবার্তার এক পর্যায়ে প্রদীপ চলে যেতে চাইলে রাফি তাকে আটকায় দেয়। তখন প্রদীপ তার সাথে থাকা ছুরি দিয়ে রাফির বুকের একাধিকবার আঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ঘটনার সত্যতা স্বীকার করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মুহাম্মদ আনিসুর রহমান জানান, ঘটনার সাথে জরিত ঘাতকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।