X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বগুড়ায় শিশুহত্যা ও লাশ গুমের মামলায় তরুণের মৃত্যুদণ্ডাদেশ

বগুড়া প্রতিনিধি
১১ মার্চ ২০২৪, ০২:১০আপডেট : ১১ মার্চ ২০২৪, ০২:১০

বগুড়ার শাজাহানপুরে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রকে গলা ও হাত-পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যা এবং লাশ গুমের মামলায় সুজন সরকার (২৬) নামে এক তরুণকে মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উচ্চ আদালতের অনুমোদন সাপেক্ষে মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেওয়া হয়েছে।

রবিবার (১০ মার্চ) বিকালে জনাকীর্ণ আদালতে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবা মন্ডল এ রায় দেন। আদালতের এপিপি নাছিমুল করিম হলি এ তথ্য দিয়েছেন।

আদালত ও এজাহার সূত্র জানায়, নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু বুলবুল হোসেন বিজয় (৯) বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের লক্ষ্মীকোলা গ্রামের ভ্যানচালক সাইদুল ইসলাম সরকারের তিন ছেলের মধ্যে দ্বিতীয় ছিল। সে লক্ষ্মীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়তো। বিজয় গত ২০২২ সালের ৫ অক্টোবর বিকালে প্রতিবেশী শিশুদের সঙ্গে মাদলা মালিপাড়ায় দুর্গাপূজার মেলায় যায়। সন্ধ্যার পর অন্য শিশুরা বাড়ি ফিরলেও বিজয় নিখোঁজ হয়। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি। শিশুর বাবা সাইদুল ইসলাম সরকার বিষয়টি শাজাহানপুর থানা পুলিশকে অবহিত ও জিডি করেন।

এদিকে নিখোঁজের সাতদিনের মাথায় গ্রামবাসীরা জনৈক মাহমুদের পরিত্যক্ত ইট ভাটায় চিমনির কাছে ১০ ফুট গভীরে পচা দুর্গন্ধ পান। কাছে গিয়ে তারা নিখোঁজ শিশু বুলবুল হোসেন বিজয়ের গলা ও হাত-পায়ের রগ কাটা এবং পচন ধরা মরদেহ দেখতে পান। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে। 

পরে ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে শিশুর বাবা শাজাহানপুর
থানায় হত্যা ও লাশ গুমের মামলা করেন। পুলিশ হত্যায় জড়িত সন্দেহে লক্ষ্মীকোলা (কাজীপাড়া) গ্রামের জাফর আলী সরকারের ছেলে সুজন সরকারকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে সে শিশু বিজয়কে হত্যার কথা স্বীকার করে। পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্তকারী কর্মকর্তা শাজাহানপুর থানায় তৎকালীন এসআই ফারুক আহম্মেদ গত ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে একমাত্র আসামি সুজন সরকারের বিরুদ্ধে হত্যা ও লাশ গুমের চার্জশিট দেন।

লাশ উদ্ধারের সময় শিশুটিকে মেলা থেকে ধরে নিয়ে বলাৎকারের পর হত্যার কথা শোনা গেলেও তা চার্জশিটে উল্লেখ করা হয়নি।

এপিপি নাছিমুল করিম হলি জানান, আদালত রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে আসামির উপস্থিতিতে আলোচিত শিশু বিজয় হত্যা ও লাশ গুমের মামলার রায় ঘোষণা করেন।

গ্রেফতারের পর থেকে সুজন জেলে ছিল। দণ্ডবিধির ৩০২ ধারায় আসামি সুজন সরকারকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং দণ্ডবিধির ২০১ ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ডাদেশ ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
বিডি নিউজের প্রধান সম্পাদকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে, চার্জশিট দাখিল
পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
পিনাকীর বিরুদ্ধে অভিযোগপত্র, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
সর্বশেষ খবর
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
বাংলাদেশের ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করালেন রাবেয়া
বাংলাদেশের ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করালেন রাবেয়া
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ