ম্যাজিস্ট্রেট দেখেই তরমুজের দাম কমলো অর্ধেক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক বাজারের ফলের দোকানগুলোতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। এতদিন তরমুজ চড়া দামে বিক্রি করলেও ম্যাজিস্ট্রেট দেখা মাত্রই অর্ধেক দামে বিক্রি শুরু করেছেন ব্যবসায়ীরা।

এ সময় তিনি তরমুজ বিক্রেতাদের কাছ থেকে তরমুজ কেনার রশিদ পরীক্ষা-নিরীক্ষা করেন। পাশাপাশি বেশি দামে তরমুজ বিক্রির অপরাধে তিন দোকানিকে ৯ হাজার টাকা জরিমানা ও সতর্ক করেন।

জরিমানা দেওয়া তরমুজ ব্যবসায়ীরা হলেন- ছিদ্দিক মিয়া, নাঈম হোসেন ও হৃদয় হোসেন। খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিন ধরে যোগাযোগমাধ্যম ফেসবুকে তরমুজের দাম নিয়ে অনেকেই স্ট্যাটাস দেন। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়।

মনির হোসেন নামে এক ক্রেতা বলেন, ‘রবিবার যে তরমুজ আমি সাড়ে ৪০০ টাকায় কিনেছি, সেই তরমুজ আজ ম্যাজিস্ট্রেটের সামনে দাম চাচ্ছে মাত্র ২০০ টাকা।’

শহরের মসজিদ পাড়ার বাসিন্দা আজিজ মিয়া বলেন, ‘সোমবার সকালে যে তরমুজ আমার কাছে ৬০০ টাকা চেয়েছিল সেই তরমুজ ভ্রাম্যমাণ আদালত চলাকালে ২৫০ টাকা দিয়ে কিনেছি। রমজান মাসে আকাশ ছোঁয়া তরমুজের দাম।’

ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় জিনিসসহ সব পণ্যের দাম যেন অসাধু ব্যবসায়ীরা বাড়াতে না পারে সেজন্য মনিটরিংয়ের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হচ্ছে।’