চট্টগ্রামে উল্টে গেছে পণ্যবাহী ট্রেনের বগি

চট্টগ্রামে পণ্যভর্তি ট্রেনের একটি কনটেইনার বগি উল্টে গেছে। শুক্রবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে সল্টগোলা ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনসার আলী জানান, এ দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও উল্টে যাওয়া ট্রেনের বগিতে থাকা মালামাল এবং বগি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের কন্ট্রোল রুম সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর থেকে মালামাল ভর্তি করে একটি মালবাহী ট্রেন চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডের (সিজিপিওয়াই) দিকে যাচ্ছিল। ১৫ বগির ওই ট্রেন সল্টগোলা ক্রসিং এলাকায় গেলে ১১ নম্বর বগিটি উল্টে যায়। ট্রেনটি সিজিপিওয়াই থেকে রাত ৮টায় ঢাকার কমলাপুর আইসিডির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল।

তবে রাত ৮টা পর্যন্ত দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার কাজ শুরু হয়নি।

আনসার আলী জানান, ‘উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন এলে উদ্ধার অভিযান চালানো হবে।’