আবারও পেছালো ছাত্রলীগের সুদীপ্ত হত্যা মামলার অভিযোগ গঠন

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারও পেছানো হয়েছে। আসামিপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠন পিছিয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) চট্টগ্রাম মহানগর দায়রা জজ (দ্বিতীয়, অতিরিক্ত) মোহাম্মদ আমিরুল ইসলামের আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য ছিল। তবে কারাগারে থাকা এক আসামি আদালতে উপস্থিত না হওয়ায় তার আইনজীবী সময়ের আবেদন করেন।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মো. ইউসুফ বলেন, ‘সুদীপ্ত হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। আদালত আগামী ২৬ জুন এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এর আগে, ১৯ জানুয়ারি এবং ২২ মার্চ এ মামলায় শুনানির দিন ধার্য থাকলেও তা হয়নি।’

২০২১ সালের ১ ফেব্রুয়ারি এই হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তৎকালীন পরিদর্শক সন্তোষ কুমার চাকমা। অভিযোগপত্রে নগরের লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমসহ ২৪ জনকে অভিযুক্ত করা হয়। 

২০১৭ সালের ৬ অক্টোবর নগরের নালাপাড়া এলাকার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে। এ ঘটনায় নিহতের বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মেঘনাথ বিশ্বাস বাদী হয়ে থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।