পটিয়ার সেই আওয়ামী লীগ নেতাকে দেখতে গেলেন আমিন

চট্টগ্রামের পটিয়ায় হামলার শিকার আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে দেখতে গেলেন দলটির কেন্দ্রীয় উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

রবিবার (১ মে) চট্টগ্রাম মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন জিতেন কান্তিকে দেখতে যান তিনি। এ সময় তার শয্যার পাশে অবস্থান করেন ও চিকিৎসার খোঁজখবর নেন তিনি।

আমিন বলেন, হামলাকারীরা যেই হোক, তার রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না।‌ অপরাধীকে কঠিন শাস্তি পেতে হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৯ এপ্রিল) উপজেলার পূর্ব হাইদগাঁও গাউছিয়া কমিউনিটি সেন্টারের সামনে ইফতার অনুষ্ঠানের ব্যানারে চেয়ারম্যানের নাম না থাকায় চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে গাছে বেঁধে মারধরের ঘটনা ঘটে। 

তিনি হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। এছাড়া জিতেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা পরিষদের সাবেক সভাপতি।

আহত জিতেন কান্তিকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গাছে বেঁধে জিতেনকে মারধরের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়ে। পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাইদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান বি এম জসিম ও তার ছেলেকে গ্রেফতার করে।