ঈদে বেড়াতে গিয়ে ১১ জন আটকা পড়লেন লিফটে

চট্টগ্রামে লিফটে আটকা পড়া ১১ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় চকবাজার থানাধীন দশ তলা ভবন মেঘনা টাওয়ারের লিফটে আটকে পড়েন তারা।

চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, আটকা পড়াদের একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে জানান। সেখান থেকে ফায়ার সার্ভিসকে এ তথ্য জানানো হয়। ফায়ার সার্ভিস গিয়ে তাদেরকে উদ্ধার করে। 

তিনি জানান, তারা ওই ভবনের একটি ফ্লাটে আত্মীয়ের বাসায় ঈদে বেড়াতে যাচ্ছিলেন। লিফট চালুর পরপরই সেটি বন্ধ হয়ে যায়। এতে লিফটের ভেতর থাকা শিশুসহ ১১ জন আতঙ্কিত হয়ে পড়েন। 

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, যান্ত্রিক ত্রুটির কারণে লিফট আটকে গিয়েছিল। খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।