১০ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রামসহ তিন রুটে ট্রেন চলাচল শুরু

কুমিল্লায় মালবাহী কন্টেইনার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ১০ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রামসহ তিন রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। এদিকে, এ দুর্ঘটনার বিষয়ে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার দুপুরে রেলওয়ের বিভাগীয় মহাব্যবস্থাপক আবু কালাম চৌধুরী জানান, রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এই বিষয়ে এখনও কুমিল্লা স্টেশনের কোনও কর্মকর্তা কথা বলতে রাজি হননি।

কুমিল্লা স্টেশনের সহকারী স্টেশন প্রকৌশলী (সড়ক) লিয়াকত আলী মজুমদার বলেন, ‘ঢাকামুখী মালবাহী ট্রেনটি ভোর ৪টায় রাজাপুর এলাকায় লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট, ঢাকা-নোয়াখালী রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।’

আরও খবর: বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রামসহ ৩ রুটে ট্রেন চলাচল বন্ধ