চট্টগ্রাম বন্দরে কনটেইনারে আগুন

চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনারে আগুন লেগেছে। শুক্রবার (১৩ মে) ভোর সোয়া ৬টায় বন্দরের ৪ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক আহম্মেদ সিকদার জানান, ‌‘আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের আটটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা ১০ মিনিট চেষ্টা চালিয়ে সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কনটেইনারটি ছিল এটিএস লজিস্টিক লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের। কনটেইনারের ভেতর বিভিন্ন ধরনের এলইডি লাইট, টিউব লাইট, ব্যাটারিসহ বিভিন্ন ইলেকট্রিকের সরঞ্জাম ছিল।’

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও বন্দর কর্তৃপক্ষ। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব উমর ফারুক বাংলা ট্রিবিউনকে জানান, ‘ক্ষতিগ্রস্ত কনটেইনারটি আলাদা করে রাখা হয়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি। কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।’