দোকানে ১৩শ’ লিটার সয়াবিন তেল, জরিমানা অর্ধলাখ টাকা

ব্রাহ্মণবাড়িয়ায় মুদি দোকানে ১৩শ’ লিটার সয়াবিন তেল মজুতের অপরাধে এক দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৪ মে) দুপুরে শহরের আনন্দবাজারের নিয়ামত স্টোর নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তেল উদ্ধার করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর। পরে প্রতি পাঁচ লিটার সয়াবিন তেল ৭৬০ টাকা দরে উপস্থিত ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।

ক্রেতা আবুল কালাম বলেন, ‘৭৬০ টাকায় পাঁচ লিটার সয়াবিন তেল কিনেছি। একদম ন্যায্যমূল্য। পুলিশ ও ম্যাজিস্ট্রেট বাজারে অভিযান চালিয়ে এই তেল উদ্ধার করেছে। প্রচুর তেল গোডাউনে মজুত আছে। এই ছোট দোকানে যদি এত তেল থাকে, তাহলে বড় দোকানে আরও কত তেল আছে!’

হাফেজ বেলাল নামে আরেক ক্রেতা বলেন, ‘বাজার থেকে ২০০ টাকা দরে পাঁচ লিটার তেল কিনেছি। তেলের দাম অনেক বেশি। এখন অভিযান হওয়াতে আমরা কম দামে ন্যায্যমূল্যে তেল কিনতে পারলাম।’

ভোক্তা সংরক্ষণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনন্দবাজারের নিয়ামত স্টোরে অভিযান চালানো হয়। এ সময় সয়াবিন তেল মজুত রাখার দায়ে প্রতিষ্ঠানটির মালিক নিয়ামত উল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত তেলগুলো বোতলেরর গায়ের দামে বিক্রি করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।