সয়াবিন তেল মজুত করায় দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সয়াবিন তেল মজুতের দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। জব্দ করা হয়েছে দুই হাজার লিটার সয়াবিন তেল। শনিবার (১৪ মে) দুপুরে নগরের চৌমুহনী এলাকায় অবস্থিত সিডিএ কর্ণফুলী মার্কেটে এ অভিযান চালানো হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন জানান, শনিবার কর্ণফুলী মার্কেটে অভিযান চালানো হয়। এতে জে আলম এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে দেড় হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। তারা এসব তেল বিক্রি না করে মজুত করে রেখেছে। এ কারণে ওই প্রতিষ্ঠানকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, একই মার্কেটের এস এম এন্টারপ্রাইজ নামে অপর একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। মজুত করার অভিযোগে এ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা তেল সঙ্গে সঙ্গে খুচরা ক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়া হয়।