রাঙামাটিতে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুভ বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) উদযাপন হচ্ছে। এ উপলক্ষে শহরের ভেদভেদী শংঘারাম বৌদ্ধ বিহারসহ জেলার বিভিন্ন বৌদ্ধ মন্দিরে দিনব্যাপী কর্মসূচি আয়োজন করা হয়েছে।

রবিবার (১৫ মে) সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বূদ্ধ পুর্ণিমার আনুষ্ঠানিকতা। বিহারগুলোতে ধর্মীয় শোভাযাত্রা, বুদ্ধপূজা, পিণ্ডদান, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, প্রদীপ পূজাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এতে সমাগম ঘটে হাজারও পুণ্যার্থীর।

ভেদভেদী সংঘারাম বৌদ্ধ বিহার প্রধান শ্রদ্ধালংকর মহাথের জানান, মহামতি গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত এই পূর্ণিমা তিথি বৌদ্ধদের জন্য অত্যন্ত তাৎপর্যবহ। এ দিন মহামানব গৌতম বুদ্ধ জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণ লাভ করেন। এই তিনটা ঘটনার মাধ্যমে আমরা এই শিক্ষা পেতে পারি, পৃথিবীতে একজন মহাপুরুষের আবির্ভব প্রয়োজন, উনার জ্ঞান লাভ করার জন্য সাধনা প্রয়োজন। পৃথিবীতে যতই মহাপুরুষ হন না কেন, তাকে একদিন মৃত্যুবরণ করতে হবে।

ভেদভেদী সংঘারাম বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত ধর্মীয় সভায় ভদভেদী শংঘরাম বৌদ্ধ বিহার প্রধান পুণ্যার্থীদের মাঝে ধর্মীয় উপদেশ দেন। এ সময় রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীসহ দায়ক-দায়িকারা উপস্থিত ছিলেন।