৬১২০ লিটার তেল মজুতে জরিমানা আড়াই লাখ 

চট্টগ্রামে ছয় হাজার ১২০ লিটার সয়াবিন তেল মজুতের অভিযোগে আরও একটি ব্যবসা প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৫ মে) নগরীর ইপিজেড থানার মাইলের মাথা বাজারে এ অভিযান চালানো হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
 
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজউল্লাহ। সংস্থার সহকারী পরিচালক মো. কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, মাইলের মাথা বাজারে মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান অভিযান চালানো হয়। অভিযানে ছয় হাজার ১২০ লিটার খোলা সয়াবিন তেল বিক্রি না করে গুদামে মজুত করে রাখা অবস্থায় উদ্ধার করা হয়। এসব তেল দাম বাড়ানোর আগেই কেনা। বিক্রি না করে এসব ভোজ্যতেল গুদামে অবৈধভাবে মজুত করা হয়। প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।