কলেজছাত্র হত্যার বিচার দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের চন্দনাইশে জাহেদ হোসেন আওয়াল নামে এক কলেজছাত্রকে হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। একই দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন তারা।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে গাছবাড়িয়া কলেজের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বসে পড়েন।

বিক্ষোভের কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সড়কের দুই পাশে প্রায় তিন কিলোমিটারে যানজটের সৃষ্টি হয়।

বাবুল চৌধুরী নামে গাছবাড়িয়া কলেজ এলাকার এক বাসিন্দা জানান, কলেজছাত্র জাহেদ হোসেন আওয়াল হত্যার ঘটনায় দুপুর ১২টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা হয়। চন্দনাইশ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ার গ্রামবাসীর ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে হত্যাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘কলেজছাত্র হত্যার বিচার দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছি।’

এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পৌরসভার জোয়ারা ফকিরপাড়া এলাকায় জাহেদ হোসেন আওয়াল নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় আরও দুজন আহত হন। নিহত আওয়াল চন্দনাইশ পৌর এলাকার চৌধুরীপাড়ার জাহাঙ্গীর চৌধুরীর ছেলে। তিনি চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। 

ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে বুধবার রাতে আওয়াল নামে ওই ছাত্রকে ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।