বাসে যুব উন্নয়নের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

চাঁদপুরের কচুয়া উপজেলায় ভ্রাম্যমাণ বাসে ৪৪ দিনব্যাপী ৪০ জনকে কম্পিউটার শেখানো হচ্ছে। বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, স্বাবলম্বী ও আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে সারাদেশে কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদফতর। 

এই অধিদফতরের অধীনে ‌‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ শীর্ষক কারিগরি সহায়তায় ভ্রাম্যমাণ বাসে কম্পিউটার শেখানো হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রীর ২০২১ ভিশন ও ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে রূপান্তর করতে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষিতদের মধ্যে নতুন চেতনা আনতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশিক্ষণার্থীরা জানান, যুব উন্নয়নের এমন উদ্যোগে বেশ খুশি তারা। বিনা পয়সায় কম্পিউটারের প্রশিক্ষণ পাচ্ছেন। প্রশিক্ষণ শেষে সনদসহ বিভিন্ন উপকরণ দেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূর হবে বলেও আশা তাদের।

কম্পিউটার প্রশিক্ষক জসিম উদ্দিন বলেন, ‘সরকার যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এতে পিছিয়ে পড়া তরুণ-তরুণীরা প্রশিক্ষণের মাধ্যমে সাবলম্বী হতে পারবেন।’

উপজেলা যুব উন্নয়ন কমর্কতা মুহাম্মদ মাহবুব উল আলম জানান, গ্রামের বিভিন্ন প্রান্তে থেকে আগতদের এমএস অফিস, গ্রাফিক ডিজাইন ও ইন্টারনেট আউট সাইডসহ নানা ধরনের প্রোগ্রাম শেখানো হচ্ছে। এছাড়া প্রশিক্ষণপ্রাপ্তরা সনদ দেখিয়ে ব্যাংক থেকে অল্প সুদে ঋণও তুলতে পারবেন, যা দিয়ে গ্রামের অবহেলিত যুবসমাজের বেকার সমস্যা দূরসহ প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবেন।’