বান্দরবানে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের চেয়ারম্যানসহ তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

সোমবার (২৩ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান তা‌দের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী এস এম মাঈনুল ইসলাম সিকদার এ তথ্য জানিয়েছেন।

তারা হ‌লেন—আ‌জিজনগর ইউ‌নিয়নের চেয়ারম্যান জ‌সিম উ‌দ্দিন (৪৮), মোস্তাক আহ‌মেদ (৩৫) ও  সাইফুল ইসলাম (৩৫)।

এজাহার সূ‌ত্রে জানা গেছে, বাদী তার স্বামীর জায়গা নি‌য়ে ২০২০ সা‌লের ২ আগস্ট চেয়ারম্যান জ‌সিম উ‌দ্দিনের কাছে বিচার দেন। তা‌কে বিকাল ৪টার সময় ইউ‌পি অ‌ফি‌সে বিচা‌রের জন্য হাজির হতে ব‌লেন চেয়ারম্যান। বাদী ৪টার সময় হা‌জির হ‌লেও রাত ৮টা পর্যন্ত তা‌কে ব‌সি‌য়ে রাখা হয়। রাত ৮টার পর ১ নম্বর বিবাদী, ২ ও ৩ নম্বর বিবাদীর মাধ্যমে বাদী‌কে চেয়ারম্যানের নিজস্ব ক‌ক্ষে যে‌তে ব‌ল। এ সময় তারা বাইরে অবস্থান কর‌তে ব‌লে বাদী‌কে ভেত‌রে নানা ধর‌নের অ‌নৈ‌তিক কর্মকা‌ণ্ডের জন্য প্ররোচনা দেয় এবং যৌন হয়রানি ক‌রে। এ ঘটনায় ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে মামলা করেন ভুক্তভোগী।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট কাজী মহতুল হোসাইন জানান, বাদীর অভিযোগ সত্য প্রমাণ হয়েছে। তাছাড়া বাদীপক্ষের নারাজির পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।