সরকারকে ব্যর্থ প্রমাণে ষড়যন্ত্র চলছে: যুবলীগ চেয়ারম্যান

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘সরকারকে ব্যর্থ প্রমাণে ও নীল নকশা বাস্তবায়নে ষড়যন্ত্র চলছে। এ নকশা বাস্তবায়নে মাঠে নামেছে এক-এগারোর কুশীলবরা।’

সোমবার (৩০ মে) দুপুরে চট্টগ্রামে ‘দি কিং অব চিটাগাং’ কমিউনিটি সেন্টারে মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধকের বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বেলুন ও কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন যুবলীগ চেয়ারম্যান।

শেখ ফজলে শামস পরশ বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন কোনও তত্ত্বাবধায়কের অধীনে হবে না। নির্বাচন হবে শেখ হাসিনার অধীনেই।’

তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াত দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল পাঁচ বার। আর শেখ হাসিনার সরকার দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন করেছে। দুর্নীতি করলে শাস্তি পেতে হচ্ছে। বিচার বিভাগকে স্বাধীন করেছে। এমপি-মন্ত্রী যারাই হোক দোষ করলে শাস্তি পেতে হচ্ছে।’

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। অতিথি হিসেবে আছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। প্রধান বক্তা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল।