ব্রাহ্মণবাড়িয়ায় বিকল ঢাকাগামী গোধূলি এক্সপ্রেস

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনটি বিকল হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জংশনে এক ঘণ্টার বেশি সময় ধরে অবস্থান করছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সোমবার (৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে বিপুল সংখ্যক যাত্রী নিয়ে ট্রেনটি বিকল হয়।

বিকল হওয়ার পর আখাউড়া জংশনে নিজস্ব প্রকৌশলীরা মেরামতের কাজ শুরু করেছেন। বর্তমানে মেরামত কাজ চলছে। কাজ শেষ হওয়ার পর আবারও ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করীম জানান, ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের গার্ড ব্রেকের কোচের কাপলিং ছিঁড়ে যাওয়ায় ট্রেনটি বিকল হয়ে যায়। মেরামতের কাজ চলছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

ট্রেন বিকল হলেও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।