৩০ শ্রমিককে উদ্ধারকারী চা-দোকানিকে পুরস্কার দিলো পুলিশ

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন বাজি রেখে ৩০ শ্রমিককে উদ্ধারকারী মো. হানিফকে পুরস্কৃত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। 

বুধবার বিকালে সিএমপি কমিশনারের কার্যালয়ে হানিফের হাতে পুরস্কার তুলে দেন কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

পুরস্কার পাওয়ার পর মো. হানিফ বলেন, ‌‘পুলিশের পক্ষ থেকে আমাকে পুরস্কৃত করায় খুশি হয়েছি। তবে পুরস্কারের আশায় উদ্ধারকাজে অংশ নিইনি। আমি সেদিন তাদের বিপদে পাশে দাঁড়িয়েছি। পুলিশ কমিশনার আমাকে সাহসী আখ্যা দিয়ে ধন্যবাদ জানিয়েছেন। এতে আমি অনেক খুশি।’ 

হানিফকে পুরস্কার দেওয়ার সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন ও সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. ইয়াকুব।

এস এম আল মামুন বলেন, ‘৩০ জন আহত শ্রমিককে উদ্ধারের খবর দেখে খুশি হয়েছেন সিএমপি কমিশনার। এটি অনুকরণীয় দৃষ্টান্ত। এমন বিপদে যে মানবিকতা ও সাহসিকতা দেখিয়েছেন হানিফ, সে জন্য পুরস্কার দেওয়া হয়েছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, বিএম কনটেইনার ডিপোর দক্ষিণ পাশে চায়ের দোকান রয়েছে হানিফের। গত শনিবার রাতে দোকানে ছিলেন তিনি। ডিপোতে বিস্ফোরণের পর মানুষজন ছোটাছুটি করছিল। এরই মধ্যে বেশ কয়েকজন হতাহত হন। অবস্থা বেগতিক দেখে দোকানের চালায় উঠে আহত পাঁচ শ্রমিককে উদ্ধার করেন। বিস্ফোরণের খবর শুনে তার খোঁজ নিতে দোকানে আসেন স্ত্রী নাছিমা বেগম। তখন স্ত্রীকে দিয়ে বাড়ি থেকে কাঠের মই আনান। এরপর মই দিয়ে আরও ২৫ শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান হানিফ।