এবার কক্সবাজারে পুলিশের ওপর হামলা, পরিদর্শক হাসপাতালে

কক্সবাজারের পেকুয়ায় মাদক কারবারির হামলায় কানন সরকার নামের এক পুলিশ  কর্মকর্তা আহত হয়েছেন। আহত পুলিশ কর্মকর্তা পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) পদে কর্মরত আছেন। বুধবার (৯ জুন) রাত ১১টার দিকে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে চর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পেকুয়ায় শাহ আলম নামের এক মাদক কারবারিকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিনি। তাকে গুরুতর আহত অবস্থায় পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এই ঘটনায় ওই মাদক কারবারির বাড়ি ঘেরাও করে রাখলেও তাকে আটক করতে পারেনি পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (চকরিয়া-পেকুয়া সার্কেল) তৌফিকুল আলম বলেন, গোপন সংবাদে পেকুয়া থানা পুলিশ জানতে পারে, মাদক কারবারি শাহ আলম মাদক বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। এ ছাড়াও তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা শুরু করে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে কানন সরকারসহ পুলিশের বেশ কয়েকজন গুরুতর আহত হন। হামলাকারী মাদক কারবারিকে ধরার জন্য অভিযান জোরদার করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার সকালে জুরাইন রেলগেট এলাকায়ও পুলিশের ওপর হামলা চালান স্থানীয়রা। এতে তিন পুলিশ আহত হয়েছেন।