বিএম ডিপো থেকে নমুনা নিয়েছে স্বাস্থ্য অধিদফতরের টিম

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে স্বাস্থ্য অধিদফতরের উচ্চ পর্যায়ের টিম। শুক্রবার (১০ জুন) সকালে স্বাস্থ্য অধিদফতরের উচ্চ পর্যায়ের ৯ সদস্যের পরিদর্শন টিম ঘটনাস্থল পরিদর্শন করে। রাসায়নিক দুর্ঘটনায় পরবর্তী জনস্বাস্থ্য ঝুঁকি নিয়ে পর্যবেক্ষণ করে এ টিম।

এ টিমের নেতৃত্বে ছিলেন- স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম। এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়।

টিমে আরও ছিলেন- রোগ নিয়ন্ত্রণ বিভাগের উপ-পরিচালক ডা. মো. সফিকুল ইসলাম, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, রোগ নিয়ন্ত্রণ শাখার সহকারী পরিচালক ডা. অনিন্দিতা শবনম কোরেশী, সহকারী পরিচালক ডা. মাহী উদ্দিন আহমেদ, ইভালুয়েটর ডা. ফাবলিনা নওশিন, ডাটা ম্যানেজার মো. রাকিবুল ইসলাম, বিসিআইসির ইন্ডাস্ট্রিয়াল সেফটি অ্যান্ড হেলথ বিভাগের কেমিস্ট মো. জিয়াউল হক ও ডেপুটি চিফ মো. হুমায়ুন কবীর। এ সময় চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী সঙ্গে ছিলেন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের উচ্চ পর্যায়ের ৯ সদস্যের টিম শুক্রবার সকালে বিএম কনটেইনার ডিপো পরিদর্শন করেছেন। এ টিম বিএম কনটেইনার ডিপোতে রাসায়নিক দুর্ঘটনার পরবর্তী জনস্বাস্থ্য ঝুঁকি পর্যবেক্ষণ, পরিবীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবে। পরিদর্শন টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে।’