জাহাজ থেকে স্ক্র্যাপ চুরির সময় মাস্টার-সুকানিসহ গ্রেফতার ৭

কর্ণফুলী নদীতে নোঙর করা একটি জাহাজ এমভি টিটু-১৬ থেকে স্ক্র্যাপ চুরির সময় ওই জাহাজের মাস্টার, সুকানিসহ সাত জনকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (১০ জুন) রাত আড়াইটার কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় জাহাজটি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- জাহাজ এমভি টিটুর মাস্টার আমিরুল ইসরাম (৫৫), সুকানি মো. রিয়াদ মল্লিক সোহাগ (২০), সুকানি রাকিব হোসাইন (২২), তাদের সঙ্গে থাকা সাকের উল্লাহ (৩২), আজিজুল হক (২৮), আজিম উদ্দিন (২১) ও জামিল আক্তার (৪৩)।

সদরঘাট নৌ-থানার ওসি মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় নোঙর করা ছিল এমভি টিটু-১৬ নামে একটি জাহাজ। এই জাহাজে বিদেশ থেকে আমদানি করা স্ক্র্যাপ ছিল। এসব স্ক্র্যাপ গভীর রাতে জাহাজের মাস্টার, সুকানি অন্যান্যদের নিয়ে চুরির সময় হাতেনাতে গ্রেফতার করা হয়।’