কেন্দ্র থেকে আটক ১২ জনের কারাদণ্ড

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে আটক ১২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের তিন দিন থেকে তিন মাস পর্যন্ত সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘যাদেরকে গ্রেফতার করে সাজা দেওয়া হয়েছে তারা বহিরাগত। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বহিরাগতদের এলাকা ছাড়ার জন্য মাইকিং করা হচ্ছে।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, ‘১২ জনকে কারাদণ্ড দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, বুধবার সকাল ৮টা থেকে কুমিল্লা সিটির ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে। এটি নতুন নির্বাচন কমিশনের (ইসি) প্রথম এবং কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচন।

নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৭ ওয়ার্ডে দুই লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার রয়েছেন। মোট কেন্দ্র ১০৫টি। এবারের নির্বাচনে নৌকার প্রার্থীসহ মোট পাঁচজন মেয়র প্রার্থী। ১০৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৩৬ জন সংরক্ষিত আসনের প্রার্থী।