খাগড়াছড়িতে টানা বর্ষণ, ডুবে গেছে রাস্তা-বাড়িঘর

টানা ভারী বর্ষণে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একাধিক বাড়িঘরে পানি উঠে পড়েছে। ডুবে গেছে রাস্তা-ঘাট। ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে।

জানা গেছে, খাগড়াছড়ি সদরের গঞ্জপাড়া, মুসলিম পাড়া, কালাডেবা, শব্দ মিয়া পাড়া, দিঘীনালা উপজেলার মেরুং, কবাখালী ও বোয়ালখালী ইউনিয়নের নিম্নাঞ্চল, মহালছড়ি উপজেলার নতুন পাড়া, সিলেটি পাড়া, ক্যায়াংঘাট ও পানছড়ি উপজেলার ফাতেমা নগর প্লাবিত হয়েছে।

এদিকে টানা বর্ষণে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের আশ্রয়কেন্দ্রে জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

আরও পড়ুন: ১৩১ মৃত্যুর পরও ৫০০ পরিবারের বসতি

রবিবার (১৯ জুন) সকালে দেখা যায়, প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে মাইকিং করে লোকজনকে নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট ইয়াছির আরাফাত বলেন, ‘টানা ভারী বৃষ্টির ফলে জেলার নিম্নাঞ্চলগুলোতে পানি উঠেছে। এভাবে বৃষ্টি হলে বন্যার শঙ্কা রয়েছে। ইতোমধ্যে জেলা ও উপজেলা প্রশাসন প্লাবিত নিম্নাঞ্চলগুলো তদারকি করছে এবং ঝুকিপূর্ণ এলাকায় মাইকিং করা হয়েছে। ঝুকিপূর্ণ এলাকার বসবাসরত পরিবারগুলোকে আশ্রয় কেন্দ্রে আসার নির্দেশ করা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে।’