মীরসরাইয়ে ট্রেন-ট্রাকের সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট রেলক্রসিংয়ে ট্রেন ও বালুভর্তি ডাম্প ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ট্রাকের চালক।

মঙ্গলবার (২১ জুন) দিবাগত রাত দেড়টায় ঢাকামুখী আপ লেইনে তূর্ণা নিশিতা এক্সপ্রেস ও বারইয়ারহাটমুখী বালু ভর্তি ড্রাম ট্রাকের মধ্যে এই সংঘর্ষ ঘটে। দায়িত্বরত গেটম্যান প্রতিবন্ধক দণ্ড ফেলতে দেরি করায় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

নিহতের নাম মো. মোরছালিন (১৯)। তিনি লক্ষ্মীপুর জেলা সদরের আন্দারমানিক এলাকার শামসুল আলমের ছেলে। আহত হয়েছেন ট্রাকচালক শাহ আলম (৪০)। তিনি লক্ষীপুর পৌরসভার বাঞ্চনগর গ্রামের সুজা মিয়ার ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়েছে।

সীতাকুণ্ড রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী তূর্ণা নিশিতা এক্সপ্রেসের সঙ্গে করেরহাট থেকে আসা বালুবোঝাই ডাম্প ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় হেলপার মোরছালিনের মৃত্যু হয়। চালক শাহ আলমের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, স্থানীয়রা অভিযোগ করেছে, ট্রেন চলাচলের সময় দায়িত্বরত গেটম্যান আনোয়ার হোসেন ঘুমিয়ে ছিলেন। এ কারণে প্রতিবন্ধক দণ্ড ফেলতে দেরি করায় দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।