মসুর ডাল ও ছোলাসহ দুজন গ্রেফতার

চট্টগ্রামে পিকআপে করে পাচারকালে ৬০০ কেজি খোসাযুক্ত মসুর ডাল ও ১৫০ কেজি ছোলাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুন) রাত ১০টার দিকে নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা চৌরাস্তা মোড়ের নিউ গাউছিয়া হোটেল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার দুজন হলেন-  সিদ্দিক হোসেন (২৮) ও ফখরুল ইসলাম (২৫)। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের বন্দর ও পশ্চিম বিভাগের কর্মকর্তারা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরাফাত হোসেন জানান, মসুর ডাল ও ছোলাসহ দুজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা এসব পণ্য চুরি করা বলে তারা জানিয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।