ভাসানচর থেকে পালানো ৯ রোহিঙ্গা আটক

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানো ৯ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জুন) রাতে সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের থানারহাট থেকে তাদের আটক করা হয়। 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১টায় থানারহাট বাজারে কয়েকজন রোহিঙ্গা ঘোরাঘুরি করছিল। সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে স্থানীয়রা। তারা রোহিঙ্গা বলে স্বীকার করে। পরে রাত ২টায় চরজব্বর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা দালালের মাধ্যমে ভাসানচর থেকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে আসে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের আবারও ভাসানচর ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে।