ট্রান্সফরমারে সংযোগ দেওয়ার পরেই জ্বলে ওঠে আগুন  

চট্টগ্রামে অল্পের জন্য বড় ধরনের আগুনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) একটি সাব-স্টেশন। এ সাব-স্টেশনটির অবস্থান নগরীর বাকলিয়া থানার শেরশাহ এলাকায়। মঙ্গলবার (২৮ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে এবং বিদ্যুৎ বিভাগের উপস্থিত কর্মীদের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। এরপরও আগুনে পুড়ে গেছে একটি ট্রান্সফরমার, বৈদ্যুতিক ক্যাবলসহ বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম। আগুনে অন্তত ৯০ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাব-স্টেশনের নির্বাহী প্রকৌশলী রিয়াজুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ সাব-স্টেশনে একটি নতুন ট্রান্সফারমার বসানো হয়েছিল। মঙ্গলবার বিকালে এটি বসানোর কাজ শেষ করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। হয়তো ট্রান্সফরমার এবং কাজের ত্রুটির কারণে আগুন ধরেছে। এতে ট্রান্সফরমার, বিদ্যুতের ক্যাবলসহ বেশ কিছু সরঞ্জামও পুড়ে গেছে। এ ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তবে দ্রুত আগুন নিভে যাওয়াতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।’

বাকলিয়ায় বিদ্যুতের সাব-স্টেশনে অগ্নিকাণ্ড

ওই সাব স্টেশনের আরেক এক কর্মকর্তা বলেন, আগুনে ট্রান্সফরমারসহ অন্তত ৯০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

ওই এলাকার বাসিন্দা মো. ফোরকান বাংলা ট্রিবিউনকে বলেন, আগুন লাগার খবরে আশপাশের লোকজনের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দেয়। আগুন লাগার পর পরই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। পরে বিদ্যুৎ বিভাগের লোকজন কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আনে।  

নগরীর চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈদ্যুতিক সাব স্টেশনে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের চন্দনপুরা এবং লামার বাজার স্টেশনের দুটি করে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুঁটে যায়। তবে আগুন বেশিক্ষণ স্থায়ী ছিল না। এ কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। তবে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায়।’

বাকলিয়া থানার ওসি রাশেদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ সড়কে অবস্থিত পিডিবির সাব-স্টেশনে আগুন লাগে। যেহেতু স্পর্শকাতর এলাকায় আগুন লেগেছে, সে কারণে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। তবে আগুন অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসে।

ওসি আরও জানান, আগুন অল্প সময়ের হলেও ক্ষয়ক্ষতি অনেক বেশি বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।