বিদ্যুৎ স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

চট্টগ্রামে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বাকলিয়া সাব-স্টেশনে আগুন লাগার ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) রাতে এ কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন পিডিবির চট্টগ্রাম দক্ষিণাঞ্চল বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাকলিয়ায় বিদ্যুতের সাব-স্টেশনে আগুন লাগার ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে দক্ষিণাঞ্চলের সিস্টেম প্রোডাকশন কর্মকর্তা মো. ওহিদুজ্জামানকে। গঠিত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

এর আগে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে বাকলিয়া থানার সৈয়দশাহ সড়কে অবস্থিত বিদ্যুতের সাব-স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে বিদ্যুৎ বিভাগের লোকজন চেষ্টা চালিয়ে দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। 

এর আগেই আগুনে পুড়ে গেছে একটি ট্রান্সফরমার, বৈদ্যুতিক ক্যাবলসহ বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম। এতে কমপক্ষে ৯০ লাখ টাকার সমপরিমাণ অর্থের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাকলিয়া সাব-স্টেশনের নির্বাহী প্রকৌশলী রিয়াজুল হক বলেন, ‘এই সাব-স্টেশনে একটি নতুন ট্রান্সফরমার বসানো হয়েছিল। মঙ্গলবার বিকালে এটি বসানোর কাজ শেষ করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ট্রান্সফরমার এবং কাজের ত্রুটির কারণে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে ট্রান্সফরমার, বিদ্যুতের ক্যাবলসহ বেশ কিছু সরঞ্জাম পুড়ে গেছে। ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।’