ব্রাহ্মণবাড়িয়ায় ২ দিন গ্যাসের চাপ কম থাকবে

ব্রাহ্মণবাড়িয়ায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অধীনে আগামী দুই দিন চার লেন সড়কের গ্যাস সংযোগের পাইপ স্থানান্তরের কাজ চলবে। এতে শনি ও রবিবার (২ ও ৩ জুলাই) জেলা শহরের কাউতলী ও ভাদুঘর এলাকাসহ শহরের আবাসিক ও শিল্প কলকারখানায় গ্যাসের চাপ কম থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন সড়কের নির্মাণ কাজ চলছে। এই চার লেন সড়কের জেলা শহরের কাউতলী থেকে পুনিয়াউট পর্যন্ত গ্যাস সংযোগের লাইন স্থানান্তর করা হবে। এতে শনি ও রোববার কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একটি কারিগরি দল এই গ্যাস সংযোগের পাইন লাইন স্থানান্তর করবেন। 
এতে জেলা শহরের কাউতলী ও ভাদুঘরসহ আশপাশ এলাকার আবাসিক ও শিল্প কলকারখানায় গ্যাসের চাপ কম থাকার সম্ভাবনা রয়েছে। তবে গ্যাস সরবরাহের বিকল্প সংযোগ লাইন থাকায় তেমন সমস্যা হবে বলে জেলা বাখরাবাদ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ব্যবস্থাপক মনিরুল ইসলাম বলেন, কুমিল্লা বাখরাবাদের একটি কারিগরি দল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন সড়কের কাউতলী থেকে পুনিয়াউট পর্যন্ত গ্যাস লাইনের পাইপ স্থানান্তরের কাজ করবে। কারিগরি দল দুই দিনের সময় নিয়েছে। তবে দুই দিন লাগবে না, একদিনেই কাজ হয়ে যাবে আশা করছি।

তিনি বলেন, গ্যাস লাইনের কাজের জন্য শিল্পপ্রতিষ্ঠান ও বাসা বাড়িতে গ্যাসের চাপ একটু কম থাকবে। বিশেষ করে কাউতলী ও ভাদুঘরের আশপাশ এলাকায় চাপ কম থাকার সম্ভাবনা বেশি রয়েছে। বাকি এলাকায় গ্যাস পাবে- কিন্তু একটু কম পাবেন। গ্যাসের সংযোগের আরেকটি লাইন রয়েছে। তাই তেমন সমস্যা হবে না।