২৭০ টাকার ট্রেনের টিকিট ৬০০ টাকায় বিক্রি

চট্টগ্রামে ২৭০ টাকার ট্রেনের টিকিট ৬০০ টাকায় বিক্রির সময় একজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। শনিবার (২ জুলাই) বিকালে চট্টগ্রাম রেল স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। 

তার নাম আব্দুর রহমান (৩০)। তিনি কুমিল্লা জেলার লাকসাম থানাধীন মো. ইউনুছ আলীর ছেলে। তার কাছ থেকে মহানগর গোধুলী এক্সপ্রেস ট্রেনের চট্টগ্রাম থেকে ভৈরব বাজার পর্যন্ত পাঁচটি টিকিট উদ্ধার করা হয়।

চট্টগ্রাম রেল স্টেশনের নিরাপত্তা বাহিনীর প্রধান ইন্সপেক্টর সালামত উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মহানগর গোধুলী এক্সপ্রেস ট্রেনের চট্টগ্রাম থেকে ভৈরব বাজার পর্যন্ত একটি টিকিটের মূল্য ২৭০ টাকা করে। অথচ গ্রেফতার ব্যক্তি প্রতি টিকিট প্রতি ৫০০ থেকে ৬০০ টাকা করে বিক্রির চেষ্টা করছিলেন। তাকে পাঁচটি টিকিটসহ হাতেনাতে আটক করা হয়েছে। তাকে রেলওয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করে মামলা দেওয়া হয়েছে।’