পশুর অবৈধ হাট বসানোয় ৪০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরে অবৈধভাবে পশুর হাট বসানোর অভিযোগে চার ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ জুলাই) সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে হালিশহর দক্ষিণ কাট্টলী এলাকার ডা. বদিউল আমীন বাড়ি সংলগ্ন, গলিচিপা পাড়া ও সাগরপাড় রোডে অবৈধভাবে কোরবানির পশুর হাট বসানোর অভিযোগে চার ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ হাটের এসব পশু আজকের মধ্যে পার্শ্ববর্তী হাটে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সাগরিকা পশু বাজারেও তদারকি করা হয়।

অপর এক অভিযানে সাগরিকা পশুর হাটের বিগত বছরের বকেয়া বাবদ ইজারাদারের কাছ থেকে চেক মারফত দুই কোটি ৪৬ লাখ ৬৬ হাজার ১১০ টাকা ও ধনিয়ালাপাড়া পশুর হাটের বকেয়া বাবদ ইজারাদারের কাছ থেকে চেক মারফত ৫০ লাখ টাকা আদায় করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

অভিযানকালে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটরা সহায়তা করেন।