সীতাকুণ্ডে আগুন: পরিচয় মিলেছে আরও ৮ লাশের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতদের মধ্যে আরও আট জনের পরিচয় মিলেছে। ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে তাদের পরিচয় শনাক্ত হয়েছে বলে বৃহস্পতিবার (৭ জুলাই) বিকালে জানা গেছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএম কনটেইনার ডিপোর ঘটনায় নিহতদের মধ্যে আট জনের ডিএনএ রিপোর্ট হাতে পেয়েছি। লাশ নিয়ে যাওয়ার জন্য স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলেই লাশ হস্তান্তর করা হবে।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, লাশ নিয়ে যাওয়ার জন্য স্বজনদের কেউ কেউ থানায় এসেছেন। 

উল্লেখ্য, গত ৪ জুন রাতে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এরপর রাত সাড়ে ১০টার দিকে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫১ জন। এর মধ্যে ১০ জন ফায়ার সার্ভিস কর্মী। ডিএনএ পরীক্ষায় আজ আট জনের পরিচয় মিলেছে। ১৪টি লাশের পরিচয় এখনও শনাক্ত হয়নি।