চট্টগ্রাম সিটি করপোরেশন

পাঁচ হাজার শ্রমিক ও ৩৪৫ গাড়িতে চলছে বর্জ্য অপসারণ 

চট্টগ্রাম মহানগরীকে ছয়টি জোনে ভাগ করে দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে কাজ চলছে। এ কাজে অংশ নিয়েছেন পাঁচ হাজার শ্রমিক। 

রবিবার (১০ জুলাই) সকালে ঈদের নামাজ শেষে সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দেন নগরীর বাসিন্দারা। উন্মুক্ত স্থানে, ছাদে, কেউ গলির ভেতর কোরবানির পশু জবাই করেন। জবাই করা পশুর বর্জ্য অপসারণে সকাল থেকে কাজ শুরু করে চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মীরা। 

চসিক সূত্র জানায়, বর্জ্য অপসারণে চসিকের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কাজ করছে পাঁচ হাজার শ্রমিক ও ৩৪৫টি গাড়ি।

নগরীর ৪১টি ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্ন বিভাগের সুপারভাইজাররা বর্জ্য অপসারণে তদারকি করছেন। তাদের কাজের সুবিধার্থে প্রয়োজনীয় ওয়াকিটকি, গাড়ি, টমটম গাড়ি, বেলছা, ঝাড়ু, হুইল ব্যারো সরবরাহ করা হয়।  

চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম বলেন, নগর জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ অব্যাহত আছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে নগরী থেকে বর্জ্য অপসারণ সম্ভব হবে।