গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, ‘ঈদের বন্ধে শুধু জরুরি পরিবহন ছাড়া, গার্মেন্টস পরিবহন ছাড়া, যাত্রী পরিবহন ছাড়া, অন্য সকল পরিবহন আমরা বন্ধ রাখবো। ঘরমুখো মানুষের নিরাপত্তায় আমরা ট্রাকগুলোকে অন্যদিকে ডাইভার্ট করে দেবো।’
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২টায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
জিএমপি কমিশনার বলেন, ‘ঈদ উপলক্ষে দীর্ঘ একটি ভ্যাকেশন আছে। ঘরমুখো মানুষের ভিড় বেশি হবে। মানুষকে সেভ করার জন্য আমরা ব্যবস্থা নিয়ে থাকি। মনে রাখতে হবে, তাড়াহুড়ো করবেন না। একটি দুর্ঘটনা পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে। আপনারা দেখেছেন, এই গাজীপুরে সব সময় যানজট ছিল। আমরা চেষ্টা করেছি, গাজীপুরের রাস্তাকে স্মুথ করার জন্য। যারা এখানে হকার ছিল, হকার উচ্ছেদ করেছি। যাদের গাড়ি পার্কিং ছিল সেগুলো সরিয়ে দিয়েছি।’
তিনি বলেন, ‘আমার একটি কথা সবাইকে জানাতে চাই, রাস্তায় গাড়ি উঠবে মানে গাড়ির চাকা ঘুরবে। রাস্তায় মানুষ উঠবে মানুষ হাঁটবে। সে দাঁড়িয়ে থাকবে না। রাস্তায় গাড়ির চাকা বন্ধ হলে যানজট সৃষ্টি হয়ে যায়। পাঁচশ পুলিশ অফিসারকে কাজে লাগিয়েছি। আমরা সিটি করপোরেশনকে অনুরোধ করেছি, ওনারা কিছু ভলানটিয়ার দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের ড্রোন সার্ভিস রয়েছে। আমরা ড্রোন সার্ভিস দিয়ে দেখছি, কোথায় যানজট তৈরি হচ্ছে। মহাসড়ক থেকে ১০০ মিটার দূরে অটোরিকশা থাকবে। ১০০ মিটারের ভেতরে অটোরিকশা ঢুকবে না। বলপ্রয়োগ করে সরানো নয় তাদের সচেতন করতে হবে। জনগণকে বলবো, ১০০ মিটার দূরে অটোরিকশা থেকে নেমে যান।’