চট্টগ্রামে আগুনে পুড়লো ৫ দোকান

চট্টগ্রামে পাঁচটি দোকান আগুনে পুড়ে গেছে। শনিবার (১৬ জুলাই) রাত ৮টায় নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট ব্রিজ সংলগ্ন পোস্তার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। 

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, আগ্রাবাদ ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে  রাত ৯টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে। আগুনে ছয় ফুট প্রস্থ ও আট ফুট দৈর্ঘ্যের ছোট পাঁচটি দোকান পুড়ে গেছে। এসব দোকানে পুরাতন জিনিসপত্র বিক্রি করা হতো।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, রাত ৮টার দিকে পোস্তার পাড় এলাকার ওইসব দোকানে আগুন লাগে। এতে থানার এসআই আল আমিনের নেতৃত্ব একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।

ডবলমুরিং থানার এসআই আল আমিন বাংলা ট্রিবিউনকে জানান, আগুনে ৫-৬টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে ছিল মোটরসাইকেলের গ্যারেজ ও স্ক্র্যাপের দোকান।