এক স্থানে ৪ গাড়ির সংঘর্ষে প্রাণ গেলো তিন জনের

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের আমতলী নামক স্থানে বাস, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের চতুর্মুখী সংঘর্ষে তিন জন নিহত ও আট জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সবাই বাসযাত্রী বলে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের আমতলী নামক স্থানে বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী মডার্ন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছনের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনাকবলিত দুই যানের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসের তিন যাত্রী প্রাণ হারান। আহত আট জনকে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত তিন জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আসাদুল ইসলাম। বাড়ি পটুয়াখালী সদরের বরুড়বাড়ীয়া এলাকায়। পেশায় ঠিকাদার ছিলেন। বাকি দুজনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

খাটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু জানান, চতুর্মুখী সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। পাশাপাশি দুর্ঘটনায় কবলিত যানবাহনগুলো জব্দ করে। নিহতদের পরিবারের আপত্তি না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে।