মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় নিহত ১১: গেটম্যান কারাগারে

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় ১১ জন নিহতের ঘটনায় রেল লাইনের গ্রেফতার গেটম্যান সাদ্দাম হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (৩০ জুলাই) সাদ্দাম হোসেনের বিরুদ্ধে করা মামলায় গ্রেফতার দেখিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. নাজিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় ১১ জন নিহতের ঘটনায় শনিবার ভোরে মামলা হয়েছে। রেলওয়ে থানার এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। অবহেলাজনিত হত্যার অভিযোগে এ মামলা করা হয়। মামলায় গেটম্যান সাদ্দাম হোসেনকে একমাত্র আসামি করা হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ মামলায় আদালতে আসামির বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়নি। মামলার তদন্তের স্বার্থে প্রয়োজন হলে পরে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।’

মামলাটি তদন্ত করছেন সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. খোরশেদ আলম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শী এবং আহতদের সঙ্গে কথা বলে কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা বের করার চেষ্টা করবো। যাদের অবহেলা থাকবে তাদের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, শুক্রবার (২৯ জুলাই) আর অ্যান্ড জে কোচিং সেন্টারের শিক্ষক-শিক্ষার্থীসহ ১৬ জন শুক্রবার সকাল ৮টায় হাটহাজারীর আমান বাজার থেকে মাইক্রোবাসযোগে খৈয়াছড়া ঝর্ণায় ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে ফেরার পথে দুপুর পৌনে ২টার দিকে বারতাকিয়া রেলওয়ে স্টেশন এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেন। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। আহত হন আরও পাঁচ জন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।